November 15, 2011

জ্যোত্স্নারাতে | নীরেন্দ্রনাথ চক্রবর্তী

জ্যোত্স্নারাতে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
****************

আমি বললুম, সুন্দর।
এই আশ্বিন মাসে
রহস্য তার লেগেছে অপার
বিমুক্ত নীলাকাশে।

আমি বললুম, এসো।
সে তবু আসে না কাছে।
মায়া দিয়ে গড়া
জ্যোত্স্না অধরা
দুয়ারে দাঁড়িয়ে আছে।

আমি ভাবি, এ কি বিভ্রম?
দাঁতে ঠোঁট চেপে হেসে
তখুনি সে ঘরে
ধুলোর উপরে
ঝাঁপিয়ে পড়ল এসে।