November 12, 2011

পরিয়ে দেবো | শক্তি চট্টোপাধ্যায়

পরিয়ে দেবো
শক্তি চট্টোপাধ্যায়
******************

তুমি আমায় বললে আমি সর্বানাশের
সর্ব অঙ্গে পরিয়ে দেবো ফুলের মালা
তুমি আমায় বললে আমি সিক্ত ঘাসে
হৃদয়সুদ্ধু পুড়িয়ে আনবো দীর্ঘ জ্বালা
রাত পোহালেই এমনি হবে অন্ধকারের
বন্ধ দরজা ভাঙবে যদি কেঊ না আসে
আমি আমার গর্বহরণ সাত পাহাড়ে
ঊলটে দেবো নীল তারা তোর বরণডালা
তুমি আমায় বললে আমি সর্বানাশের
সর্ব অঙ্গে পরিয়ে দেবো ফুলের মালা।

তুমি আমায় বললে, আমি এই বাতাসেই
ভাসতে পারি যেমন করে পক্ষী ভাসে
অল্প দূরে আবছায়া তার লক্ষ্য না সে-ই
তুমি কি নীল তীর-তরণী বক্ষ-ঢালা?
তুমি আমায় বললে আমি সর্বানাশের
সর্ব অঙ্গে পরিয়ে দেবো ফুলের মালা।