November 16, 2011

ভালোবাসা সব জানে | শক্তি চট্টোপাধ্যায়

ভালোবাসা সব জানে
শক্তি চট্টোপাধ্যায়
*************************

যাবার সময় হলো, তাই এ-উচ্চণ্ড ভালোবাসা-
ভালোবাসা ঘরে-বাইরে, ভালোবাসা দ্বিধাহীন জ্বর।
ভালোবাসা থেকে আসে রমনী-কিশোরী পরস্পর,
চুম্বনে কী মর্মতল তৃপ্ত করে আশা-
ভালোবাসা সব জানে, গোপনে আকন্ঠ ভালোবাসা।
শুয়ে-বসে ভালোবাসা, ভালোবাসা দাঁড়িয়ে-দাঁড়িয়ে,
পুরাতন হাসি সেকি নূতন নূতনতর হয়?
স্পর্শময় ভালোবাসা দেহে লেগে থাকে সর্বক্ষন,
নিষ্পাপ কিশোরী কীসে তীরবিদ্ধ-
ভালোবাসা সব জানে, ভালোবাসা অক্ষত-মোহন।